অলৌকিকভাবে রক্ষা পেলেন নাবিকরা
শিপিং ডেস্ক: তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল চীনা পণ্যবাহী জাহাজ ‘হুয়া দে ৮৫৮’ (Hua De 858)। অগভীর চরে আটকে মাঝখান থেকে ভেঙে দু’টুকরো হয়ে গেছে বিশাল এই বাল্ক ক্যারিয়ারটি। তবে জাহাজটির সলিল সমাধি ঘটলেও স্বস্তির খবর হলো, এই ভয়াবহ দুর্ঘটনার পরও জাহাজের সকল নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিট (জিএমটি ১৪:৪৫) নাগাদ। জাহাজটি ফুজিয়ান প্রদেশের জিংহুয়াউপসাগরের বেইরিয়ান এলাকার উত্তরের জলসীমায় চলাচল করছিল। পথিমধ্যে শিয়াওরি এবং দাশেইয়ু দ্বীপের মধ্যবর্তী একটি বিপজ্জনক অগভীর চরে সজোরে ধাক্কা খায় জাহাজটি।
উপকূলীয় কোস্টাল কার্গো জাহাজটি পণ্যবোঝাই অবস্থায় ছিল। চরে আটকে পড়ার তীব্র ঝাঁকুনি এবং পানির চাপে জাহাজের কাঠামো বা ‘হাল’ ভার সহ্য করতে পারেনি। ফলে ঘটনাস্থলেই জাহাজটি মাঝখান থেকে ভেঙে যায়। বাণিজ্যিক জাহাজ ট্র্যাকিং সিস্টেমে বর্তমানে জাহাজটির কোনো সংকেত পাওয়া যাচ্ছে না।
২০০৮ সালে নির্মিত ‘হুয়া দে ৮৫৮’ জাহাজটির ধারণক্ষমতা ৫,০৩৫ ডেডওয়েট টনেজ। জানা গেছে, গত ২৮ নভেম্বর হেবেই প্রদেশের কাওফেইডিয়ান বন্দর থেকে এটি যাত্রা শুরু করেছিল। ফুজৌ হয়ে এর চূড়ান্ত গন্তব্য ছিল হাইকো । কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এটি ধ্বংসের মুখে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই চীনা উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি ভেঙে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও উদ্ধারকর্মীরা অত্যন্ত দক্ষতায় জাহাজে থাকা সকল নাবিককে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন। এখনো পর্যন্ত কোনো নাবিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে জাহাজটি পণ্যবোঝাই থাকায় এবং মাঝখান থেকে ভেঙে যাওয়ায় ঐ এলাকার সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার (Oil Spill) ঝুঁকি তৈরি হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো সতর্কতা জারি করেনি। বর্তমানে জাহাজটি উদ্ধারের বা সরিয়ে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।










