Home আন্তর্জাতিক মালয়েশীয় উপকূলে জাহাজে বিপর্যয়, ১ বাংলাদেশিসহ ১৫ নাবিক উদ্ধার

মালয়েশীয় উপকূলে জাহাজে বিপর্যয়, ১ বাংলাদেশিসহ ১৫ নাবিক উদ্ধার

সংগৃহীত ছবি

শিপিং ডেস্ক: মালয়েশিয়ার জলসীমায় প্রবল ঢেউয়ের কবলে পড়া একটি বিদেশি পণ্যবাহী জাহাজ থেকে ১৫ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিয়েতনাম ও মালয়েশিয়ার সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের যৌথ প্রচেষ্টায় এই অভিযান সফল হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

সোমবার ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) এক প্রতিবেদনে বলা হয়, সেন্ট কিটস অ্যান্ড নেভিস-এর পতাকাবাহী কার্গো জাহাজ ‘কায়ো’ (KAYO) মালয়েশিয়ার লুমুত বন্দর থেকে কাদা মাটি  নিয়ে ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশের হন গাই বন্দরের দিকে যাচ্ছিল।

জাহাজটিতে মোট ১৫ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৩ জন ভিয়েতনামের, একজন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক।

প্রতিবেদনে জানানো হয়, গত ৫ ডিসেম্বর রাতে জাহাজটি মালয়েশীয় উপকূল থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করছিল। সে সময় সমুদ্রে আবহাওয়া ছিল প্রতিকূল; ৪ থেকে ৫ মাত্রার বাতাস এবং ১ থেকে ২ মিটার উচ্চতার ঢেউ ছিল। একপর্যায়ে জাহাজটি ডানদিকে ১৫ ডিগ্রি কাত হয়ে যায় এবং ভারসাম্য হারিয়ে ফেলে।

বিপদ বুঝতে পেরে জাহাজের ক্যাপ্টেন জরুরি সাহায্যের জন্য বার্তা পাঠান। বার্তা পেয়ে ভিয়েতনামের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার দ্রুত মালয়েশিয়ার উদ্ধারকারী কর্তৃপক্ষের  সঙ্গে যোগাযোগ করে নাবিকদের বাঁচাতে অনুরোধ জানায়।

তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে মালয়েশিয়া মেরিটাইম তাদের কোস্টগার্ড জাহাজ ‘কেএম সেবাতিক’ দুর্ঘটনাস্থলে পাঠায়। উদ্ধারকারী দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকল নাবিককে নিরাপদে উদ্ধার করে এবং বিপদগ্রস্ত জাহাজটিকে মালয়েশিয়ার কেমামান বন্দরের কাছে নিরাপদ স্থানে (অ্যাঙ্করেজ এরিয়া) নিয়ে আসে। বর্তমানে সকল নাবিক সুস্থ আছেন।

উল্লেখ্য, চলতি বছর ভিয়েতনাম ও মালয়েশিয়ার উদ্ধারকারী সংস্থার মধ্যে এটি দ্বিতীয় সফল যৌথ অভিযান। এর আগে গত ১১ জানুয়ারি, মালয়েশিয়ার জলসীমায় ‘ডলফিন ১৮’ নামক একটি ভিয়েতনামি জাহাজ বিপদে পড়লে দুই দেশের সহযোগিতায় ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছিল।