আন্তর্জাতিক ডেস্ক: বুধবার ভোরে থাইল্যান্ডের নাখোন রাচাসিমা (Nakhon Ratchasima) প্রদেশে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী ব্যাঙ্কক থেকে দেশের উত্তর-পূর্ব দিকে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির ওপর নির্মীয়মাণ হাই-স্পিড রেল প্রকল্পের একটি বিশাল কনস্ট্রাকশন ক্রেন ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন।

বুধবার সাতসকালে যখন ট্রেনটি ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার দূরে নাখোন রাচাসিমা প্রদেশের শিখিও জেলা অতিক্রম করছিল, তখনই ঘটে এই বিপর্যয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মীয়মাণ হাই-স্পিড রেল লাইনের কাজের জন্য ব্যবহৃত একটি বিশাল ক্রেন আচমকাই চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়ে। ক্রেনের প্রবল আঘাতে ট্রেনের একটি কামরা সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে দেয় ট্রেনের কামরায় লেগে যাওয়া আগুন। ক্রেন আছড়ে পড়ার ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক গোলযোগ থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ১৯৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি গন্তব্যের দিকে যাচ্ছিল। কামরার ভেতরে যাত্রীরা আটকে পড়ায় এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। গ্যাস কাটার দিয়ে ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে যাত্রীদের বের করার চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
নাখোন রাচাসিমা প্রদেশের সংশ্লিষ্ট রেলপথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। থাই সরকারের পক্ষ থেকে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।










