Home আন্তর্জাতিক মালদ্বীপে প্রেম, অস্ট্রিয়ায় পরিণয়: পোরশে কর্তার নতুন সংসার

মালদ্বীপে প্রেম, অস্ট্রিয়ায় পরিণয়: পোরশে কর্তার নতুন সংসার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান পোরশের (Porsche) চেয়ারম্যান উলফগ্যাং পোরশে (৮২) তার চতুর্থ বিয়ে সেরেছেন। পাত্রী তার চেয়ে ২০ বছরের ছোট।

গত ৭ই ডিসেম্বর ডিপিএ  এবং অন্যান্য সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, পোরশের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, চেয়ারম্যান অস্ট্রিয়ার সালজবুর্গে গ্যাব্রিয়েলা জুরাইনিনগেন (৬২)-এর সাথে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নবদম্পতির গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই প্রতিনিধি এ বিষয়ে আর কোনো প্রশ্ন না করার অনুরোধ জানিয়েছেন।

১৯৭০ সালে প্রথম বিয়ে করা পোরশে ২০২৩ সালে তার তৃতীয় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছিলেন। সে সময় গণমাধ্যমে খবর এসেছিল যে, তৃতীয় স্ত্রী ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার পর তার আচরণগত পরিবর্তনের কারণে পোরশে তার সাথে বসবাস করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।

জুরাইনিনগেনের সাথে পোরশের পরিচয় ২০ বছরেরও বেশি সময়ের। মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর পর, ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা একসঙ্গে বসবাস শুরু করেন বলে জানা গেছে।

পোরশের বর্তমান স্ত্রী জুরাইনিনগেন জার্মানির বৃহত্তম ইস্পাত কোম্পানি থিসেনক্রুপের মূল ভিত্তি সাবেক অভিজাত থিসেন পরিবারের বংশধর। তিনি ১৯৯১ সালে মার্কুইস কার্ল এমিচ লেইনিনগেনকে বিয়ে করেছিলেন, কিন্তু ১৯৯৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। একই বছর তিনি ইসমাইলি সম্প্রদায়ের নেতা আগা খান চতুর্থকে বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সংসারেরও ইতি ঘটে।

উলফগ্যাং পোরশে হলেন পোরশের প্রতিষ্ঠাতা ফার্দিনান্দ পোরশের (১৮৭৫-১৯৫১) নাতি। তিনি ২০০৭ সাল থেকে পোরশের সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পোরশে পরিবার এবং ফার্দিনান্দের বৈবাহিক সূত্রে আত্মীয় পিয়েচ পরিবার মিলে পোরশের হোল্ডিং কোম্পানির মাধ্যমে জার্মানির বৃহত্তম গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন গ্রুপ নিয়ন্ত্রণ করে।