Home আন্তর্জাতিক বিজয়ের জনসভায় পদপিষ্ট: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

বিজয়ের জনসভায় পদপিষ্ট: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

বিজনেসটুডে২৪ ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর প্রধান জোসেফ বিজয়ের জনসভায় ভয়াবহ পদপিষ্টে অন্তত ৩৬ থেকে ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৮০ জন। শুক্রবার সন্ধ্যায় কারুর জেলার ভেলুসাম্যপুরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনসভায় প্রত্যাশিত সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি সমর্থক ভিড় করায় মঞ্চের আশেপাশে প্রবল চাপ তৈরি হয়। তীব্র গরম ও দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎই সামনে ধাক্কাধাক্কি শুরু হলে অনেকেই মাটিতে পড়ে পদপিষ্ট হন। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান, বাকিদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর খবর নিশ্চিত হয়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৯ বলে জানানো হলেও শনিবার সকালে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৬। বিভিন্ন সংবাদমাধ্যম ও হাসপাতাল সূত্র বলছে, এ সংখ্যা ৩৯ পর্যন্ত হতে পারে। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং গুরুতর আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেন। পাশাপাশি একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো শোকের প্রতীক হিসেবে কারুরে আজ দোকানপাট বন্ধ রেখেছে। রাজনৈতিক মহলে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা চলছে। বিশ্লেষকদের মতে, জনসভা আয়োজনের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, প্রবেশ ও বহির্গমনের নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা সহায়তার প্রস্তুতি না থাকাই দুর্ঘটনাটিকে ভয়াবহ রূপ দিয়েছে।

ভারতে চলচ্চিত্র তারকাদের রাজনৈতিক সমাবেশে বিপুল জনসমাগম নতুন কিছু নয়। তবে এ ধরনের অনিয়ন্ত্রিত ভিড়ের কারণে প্রাণহানি দেশের রাজনৈতিক ইতিহাসে আরও একবার গুরুতর প্রশ্ন তুলে দিল।