বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ফিরছেন পর্দায়। শুরুর দিকের একাধিক হিট ছবিতে একসঙ্গে কাজ করে দর্শকপ্রিয়তা পাওয়া এই জুটি নতুন প্রজেক্টে ফিরবেন—এমন খবরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
অক্ষয় কুমার এরইমধ্যে হিন্দি সিনেমায় ধারাবাহিকভাবে কাজ করে নিজেকে অন্যতম নির্ভরযোগ্য নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে ছিলেন, কাজ করছিলেন হলিউড ও আন্তর্জাতিক প্রজেক্টে। ফলে তাঁদের আবারও একসঙ্গে আসা বলিউডের জন্য যেমন বড় চমক, দর্শকদের কাছেও এটি নতুন উত্তেজনা তৈরি করেছে।
ফিল্ম ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র বলছে, নির্মাতারা একটি নতুন কাহিনি নিয়ে কাজ করছেন যেখানে মূল চরিত্রে থাকবেন অক্ষয়-প্রিয়াঙ্কা। তাঁদের রসায়নকে কেন্দ্র করেই এগোবে পুরো কাহিনি। যদিও ছবির নাম বা পরিচালক সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শিগগিরই বিষয়টি প্রকাশ করা হবে।
প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও, এ বছরের শেষ দিকে মুম্বাইয়ে আসবেন শুটিংয়ের কাজে। অক্ষয় কুমার ইতিমধ্যেই নতুন এই ছবির জন্য সময় দিয়েছেন বলে জানা গেছে। দুজনের সময়সূচি মিলিয়ে চলতি বছরের শেষ ভাগে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অক্ষয়-প্রিয়াঙ্কার অনস্ক্রিন রসায়ন ২০০০-এর দশকে ভক্তদের মুগ্ধ করেছিল। একের পর এক সফল ছবির মাধ্যমে তাঁরা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এবারও ভক্তরা একই প্রত্যাশা নিয়ে তাঁদের অপেক্ষায় রয়েছেন।
চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর অক্ষয়-প্রিয়াঙ্কার এই প্রত্যাবর্তন বলিউডে ব্যবসায়িক দিক থেকেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁদের আগের জনপ্রিয়তা নতুন ছবির প্রচারণায় বাড়তি সুবিধা দেবে।
এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত এই জুটি নতুন ছবিতে আগের মতোই দর্শকদের হৃদয় জয় করতে পারেন কি না।