বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: নগরীর পাঠানটুলা এলাকায় গাড়ি মেরামতের একটি দোকানে অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, মোট তিনটি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১৩টি গাড়ি পুড়ে গেছে। একইসঙ্গে আশপাশের দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নবাবী মসজিদের পাশের ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত তিনটা ২০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
অগ্নিকাণ্ডে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের ওয়ার্কশপটি সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানের ভেতরে থাকা অন্তত ১০টি গাড়ি ও তিনটি মোটরসাইকেল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। দোকানের ভেতরে থাকা কিছু গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়। আশপাশের আরও দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট বা যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত না হলেও যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনাই বেশি। ঘটনাস্থলে কোনো দাহ্য পদার্থ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিকল্পিত বা নাশকতার কোনো বিষয় আছে কি না, সেটিও তদন্তে দেখা হবে।
এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।








