বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে একটি ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সাপটি পরে নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা ফোন করে জানায় ধানক্ষেতে একটি অজগর আটকা পড়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, সাপটির শরীরে ধানক্ষেতের নেটের বেড়া পেঁচিয়ে আছে। ধীরে ধীরে নেট কেটে সাপটিকে উদ্ধার করা হয়।
চঞ্চল গোয়ালা জানান, “সাপটি কিছুটা আহত ছিল। প্রথমে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দুপুর ১টার দিকে নিরাপদে উদ্যানে অবমুক্ত করা হয়েছে।”
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, “বনরক্ষীদের সহায়তায় সাপটিকে নিরাপদে পুনরায় বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো সাপ দেখা গেলে তা পিটিয়ে বা হত্যা না করে অবিলম্বে বন বিভাগ বা সংরক্ষণকর্মীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।”
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মানুষের বাড়ির আশেপাশে বন্যপ্রাণী দেখা দিচ্ছে। বনসংলগ্ন এলাকায় অনিরাপদভাবে সাপ বা অন্যান্য বন্যপ্রাণীর উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ বন বিভাগও দিচ্ছে।
উল্লেখযোগ্য যে, এই ধরনের উদ্ধার অভিযান বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাপসহ অন্যান্য বন্যপ্রাণীর প্রতি সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখলে মানুষের সুরক্ষা এবং প্রাণীদের নিরাপত্তা দুটোই নিশ্চিত করা সম্ভব।