Home সারাদেশ নাচোলে অটোরিকশা চার্জিংয়ে মা-মেয়ে নিহত

নাচোলে অটোরিকশা চার্জিংয়ে মা-মেয়ে নিহত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: নাচোলে বুধবার ভোরে বিদ্যুতায়িত হয়ে এক মা ও তার মেয়ে মারা গেছেন। দুর্ঘটনাটি উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ঘটে।

নিহতরা হলেন মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) এবং তাদের মেয়ে আয়েশা খাতুন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে রাখা একটি ব্যাগ নিতে গিয়ে হাওয়া বেগম বিদ্যুতায়িত হন। তাকে বাঁচানোর চেষ্টায় তার মেয়ে আয়েশা খাতুনও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিশেষজ্ঞদের মতে, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বেশ কিছু ঝুঁকি থাকে। ক্ষতিগ্রস্ত ব্যাটারি বা চার্জার থেকে বিদ্যুতায়িত হওয়া, অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যাওয়া, ব্যাটারির বিস্ফোরণ এবং চার্জিং স্থানে শিশু বা অজ্ঞান মানুষের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, চার্জিং এলাকা ভেজা না রাখা, সঠিক মানের চার্জার ব্যবহার, ব্যাটারি ও তার নিয়মিত পরীক্ষা, শিশুদের দূরে রাখা এবং অতিরিক্ত চার্জ না দেওয়া অত্যন্ত জরুরি।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।