Home সারাদেশ যুবতীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

যুবতীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটুয়াখালী: যাঁর প্রতি মজে মন, তাঁকে ছাড়া কি দিন কাটে। প্রেম কোনও বিধিনিষেধ মানে না। বয়সের গণ্ডিও মানে না। অবুঝ মন শুধু ভালোবাসার মানুষের কাছে ধরা দিতে চায়। তাই তো পঁয়ত্রিশের যুবতীর বাড়ির সামনে অনশনে বসলেন পঁচাত্তরের বৃদ্ধ।

পটুয়াখালীর মঠবাড়িয়ার ঠুটাখালী গ্রামের ৭৫ বছর বয়সী আবুল কাশেম মুন্সি প্রেমের দাবিতে যেভাবে সরব হলেন, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেমিকার বাড়ির সামনে বসে পড়লেন আমরণ অনশনে।

আবুল কাশেম জানান, কয়েকদিন আগে স্ত্রীর মৃত্যু হয়। এরপর নতুন বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে এক যুবতীর (৩৫) সঙ্গে পরিচয় ও প্রেমে জড়িয়ে পড়েন। তাঁর দাবি, “ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, রাজিও হয়। আমার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নিয়েছে। কিন্তু হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ভুল ঠিকানা দিয়েছে। অবশেষে খুঁজে খুঁজে আজ তার বাড়িতে আসি। এখন আমার দাবি—হয় টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।”

প্রতিবেশীদের অভিযোগ, ওই যুবতীর এর আগেও একাধিক পুরুষের সঙ্গে একই কৌশল ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়া তার অভ্যাস। স্থানীয়রা বলেন, “এই যুবতীর বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে। আমরা চাই, এর সঠিক বিচার হোক।”

তবে অভিযুক্ত যুবতী অভিযোগ অস্বীকার করেছেন। মোবাইলে যোগাযোগ করলে তিনি দাবি করেন—“সব অভিযোগই ভিত্তিহীন।” ঘটনাস্থল থেকে অবশ্য গা-ঢাকা দিয়েছেন তিনি।

একদিকে বয়সের ফারাক ভুলে প্রেমে আচ্ছন্ন বৃদ্ধ, অন্যদিকে প্রতারণার অভিযোগে ঘেরা যুবতী—এই ঘটনা নিয়ে এখন পুরো এলাকায় তীব্র আলোচনা।

👉 আপনার কী মনে হয়—এটি প্রেম না প্রতারণা?
লাইক 👍 ও শেয়ার 🔄 করে জানান আপনার মতামত।