Home কক্সবাজার টেকনাফে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মো. হাসেম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: টেকনাফে চিকিৎসার জন্য সেন্টমার্টিন থেকে আসা মো. হাসেম নামে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা তাকে জীবিত ফেরত দেওয়ার জন্য তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) হাসেমের পরিবারকে ফোন করে অপহরণকারীরা এই মুক্তিপণের কথা জানিয়েছেন। এর আগে শনিবার, চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজ শেষ করে হাসেম সেন্টমার্টিন ফেরার জন্য টেকনাফের কায়ুকখালী নৌ-ঘাটে গিয়েছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

অপহৃত মো. হাসেম টেকনাফের নুর হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় মুদি দোকানের ব্যবসা চালান। নুর হোসেন জানিয়েছেন, তার ছেলে ১০ আগস্ট রবিবার সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বের হন। সেখানে পৌঁছে তিনি ডাক্তার দেখানোর পাশাপাশি দোকানের জন্য মালপত্র কিনবেন বলে জানিয়েছিলেন। শনিবার সমস্ত কাজ শেষ করে সেন্টমার্টিন ফেরার জন্য কায়ুকখালী নৌঘাটে ট্রলার অফিসে পৌঁছান। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নুর হোসেন আরও জানিয়েছেন, ১৬ আগস্ট শনিবার এক অপরিচিত নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা হুমকি দিয়েছেন, টাকা না দিলে ছেলের জীবন ঝুঁকিতে পড়বে। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে রোববার একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ হাসেমকে উদ্ধারে কাজ করছে।