বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ঘোষণা করেছেন, তার ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়াশোনা করানোর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু স্বীকার করেছেন, ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ছেলে জয়কে দেশের বাইরে পাঠানোর বিষয়টি সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। খুব শিগগিরই তারা জয়কে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করবেন। অপু বিশ্বাস জানিয়েছেন, কিছু সময় তারা সিঙ্গাপুরেই থাকবেন।
অপু বলেন, “জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।” তিনি আরও যোগ করেন, “ছেলেকে বিদেশে পাঠানোর বিষয়টি মূলত আমার এবং জয় বাবার মধ্যে আলোচনা হয়েছিল। তবে কীভাবে এটি বাইরে চলে এলো, তা জানি না। আমি আসলে বিষয়টি নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।”
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ছেলে জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে এসেছিলেন অপু বিশ্বাস। তখন থেকেই মনে হচ্ছে, সিঙ্গাপুরে জয়কে ভর্তি করানোর সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।