বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই অবরোধে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ ছিল।
অবরোধের কারণে দূরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোর থেকেই অবরোধকারীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়ে সড়ক অবরোধ করে। কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলারও খবর পাওয়া গেছে। পরে পুলিশ এসে এসব প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। তবে অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করেছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, “পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।”
এই অবরোধের পেছনে রয়েছে সম্প্রতি মানিকছড়ির তবলাপাড়ায় ঘটে যাওয়া হামলার প্রতিবাদ। গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ছয়জন সন্ত্রাসী স্থানীয় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ইউপিডিএফ সমর্থিত সংগঠন— পিসিপি (পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ), হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি— সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন করে আসছে।