Home বিনোদন নতুন অবতারে অর্কজা আচার্য, ‘আনন্দী’ ধারাবাহিকে স্বতন্ত্র চিকিৎসক হিসেবে

নতুন অবতারে অর্কজা আচার্য, ‘আনন্দী’ ধারাবাহিকে স্বতন্ত্র চিকিৎসক হিসেবে

অর্কজা আচার্য অন্য ভূমিকায়। ছবি: ফেসবুক।

বিনোদন ডেস্ক: টেলিপাড়ায় বেশকিছুদিনের নিস্তব্ধতার পর ফের অভিনয়ে ফিরলেন অভিনেত্রী অর্কজা আচার্য। দীর্ঘ দেড় বছর কোনও ধারাবাহিক কিংবা ছোট পর্দায় দেখা না গেলেও এবার তিনি হাজির হয়েছেন নতুন রূপে, নতুন চরিত্রে। ফিরেছেন তাজা খবর নিয়ে—এবার তিনি অভিনয় করছেন ‘আনন্দী’ ধারাবাহিকে চিকিৎসক ও একক মা হিসেবে।

অর্কজা সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, “হ্যাঁ, গুঞ্জন আংশিক সঠিক। দীর্ঘদিনের বিরতির পর ‘আনন্দী’ ধারাবাহিকে চিকিৎসক সুপর্ণার ভূমিকায় ফিরেছি। নতুন এই চরিত্রটি আমার কাছে খুব প্রিয়। ধারাবাহিকে এখন ১০ বছর এগিয়ে গিয়েছে, এবং আমি একটি স্বতন্ত্র চিকিৎসক দলের সদস্য।”

দেড় বছরের এই বিরতিতে তিনি মূলত নিজেকে সময় দিয়েছেন, কৃতিত্বের বাইরে থেকেছেন। “প্রথমদিকে আমি রাহুল মুখোপাধ্যায়ের ‘গড়ুরণ’ ছবির বাংলা সংস্করণের চিত্রনাট্য লেখার কাজে হাত দিয়েছিলাম। চিত্রনাট্য লেখার প্রতি আগ্রহ অনেকদিন ধরে ছিল, তবে সে কাজটি শেষ করতে পারিনি, তাই কিছুটা হতাশ হয়েছিলাম। এরপর দিদির সঙ্গে সময় কাটাতে বিদেশে গিয়েছিলাম,” অর্কজা জানান।

ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি কথা বলতে চাওয়া হলে অর্কজা বলেন, “জীবনে অনেক যন্ত্রণা পেয়েছি, তাই সেগুলো নিয়ে অতিরিক্ত কথা বলতে ভালো লাগেনা। আমার একটাই ইচ্ছা, সুস্থ থাকা এবং কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা।”

অর্কজার এই নতুন চরিত্র ‘সুপর্ণা’ ধারাবাহিকে ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে। একক মা’র ভূমিকায় তার পারফরম্যান্সের প্রশংসাও পেয়েছেন তিনি। ধারাবাহিক ‘আনন্দী’র প্রোডাকশন টিম জানিয়েছে, আগামী পর্বগুলোতে এই চরিত্রের আরও গভীরতা উন্মোচিত হবে, যা দর্শকদের কাছে এক নতুন রূপে অর্কজাকে উপস্থাপন করবে।

অর্কজার ভক্তরা এবার দীর্ঘদিনের অপেক্ষার পর তাকে ধারাবাহিকে দেখার জন্য বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “অভিনয়ে ফিরে এসে খুব ভালো লাগছে। এতদিন পর দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”