Home বিনোদন নেকলেস খুলে যাচ্ছিল, আলিয়ার তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা নেট দুনিয়ায়

নেকলেস খুলে যাচ্ছিল, আলিয়ার তাৎক্ষণিক বুদ্ধির প্রশংসা নেট দুনিয়ায়

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: সম্প্রতি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ড লরিয়েলের শুভেচ্ছাদূত হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন তিনি। ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরাঁয় তার প্রতিটি লুকেই ছিল বৈচিত্র্য, শৈল্পিকতা এবং গ্ল্যামারের নিখুঁত মেলবন্ধন।

চলতি বছর কানের রেড কার্পেটে মোট চারটি ভিন্ন লুকে দেখা গেছে আলিয়াকে। প্রথম দিন তিনি ধরা দেন প্যাস্টেল রঙের শিয়াপারেলির বডিকন গাউনে, যেখানে ছিল হাতকাটা ডিজাইন এবং সূক্ষ্ম অলঙ্করণ। রাতে এক পার্টিতে আবার ঝলমলে পোশাকে আলিয়ার উপস্থিতিতে যেন ফুটে উঠেছিল আকাশভরা তারা।

তবে সবচেয়ে বেশি চর্চিত হয় তার শেষ দিনের উপস্থিতি। আলিয়া ওই দিন গুচির ডিজাইন করা একটি অফ-শোল্ডার কালো গাউনে হাজির হন। রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। তার পরনে থাকা মালাবার গোল্ডসের সোনার ও হীরার নেকলেসটি গলা থেকে খুলে নিচের দিকে সরে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে যান আলিয়া।

যেন পেশাদার মডেলদের মতোই আত্মবিশ্বাস বজায় রেখে তিনি ঘাড়ে হাত রেখে নেকলেসটি ধরে রাখেন, ক্যামেরার ফ্ল্যাশে হাসিমুখে পোজ দেন এবং কারও বুঝে ওঠার আগেই দৃশ্যটিকে রূপ দেন সৌন্দর্যের নিদর্শনে। পরে সেই মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন আলিয়াকে তার আত্মসংযম, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং পেশাদারিত্বের জন্য। অনেকেই বলেছেন, “এটাই হয় একজন সত্যিকারের তারকা”। কেউ কেউ আবার কটাক্ষ করেছেন গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এমন ভঙ্গুর হার তৈরি করার জন্য।

আন্তর্জাতিক মঞ্চে আলিয়া ভাটের এমন দক্ষতা ও সৌন্দর্য আবারও প্রমাণ করে দিল, তিনি এখন শুধু বলিউডের গন্ডিতে সীমাবদ্ধ নন, বরং বিশ্ব ফ্যাশন ও চলচ্চিত্র জগতেও একটি উজ্জ্বল নাম।