Home বিনোদন সাহসী সাক্ষ্য, নতুন জীবন: মা হলেন অভিনেত্রী ক্যাসান্দ্রা ভেনচুরা

সাহসী সাক্ষ্য, নতুন জীবন: মা হলেন অভিনেত্রী ক্যাসান্দ্রা ভেনচুরা

অভিনেত্রী ক্যাসান্দ্রা ভেনচুরা

বিনোদন ডেস্ক:

আর অ্যান্ড বি সংগীতশিল্পী ও অভিনেত্রী ক্যাসান্দ্রা ভেনচুরা, যিনি ‘ক্যাসি’ নামে বিশ্বজুড়ে পরিচিত, নিউইয়র্কের একটি হাসপাতালে জন্ম দিয়েছেন তাঁর তৃতীয় সন্তা এক পুত্র।
সন্তানের জন্মের এই খবরে যখন তাঁর পরিবারে আনন্দের জোয়ার, তখন তিনি এক ভয়াবহ অভিজ্ঞতারও অংশ যুক্তরাষ্ট্রের আলোচিত ধর্ষণ ও মানবপাচার মামলায় গায়ক শন ‘ডিডি’ কোম্বসের বিরুদ্ধে প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি।

বুধবার বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে জানানো হয়, ৩৮ বছর বয়সী ক্যাসি মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে সন্তান প্রসব করেন। পরদিন বুধবার আদালতে সাক্ষ্য দেন ডিডির দীর্ঘদিনের স্টাইলিস্ট ডিওঁটে ন্যাশ। তিনি জানান, আগের দিন ক্যাসির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি নতুন সন্তানের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডিডির বিরুদ্ধে চলমান এই মামলায় ক্যাসি ছিলেন মূল সাক্ষী। চলতি মাসের শুরুতে  গর্ভবতী অবস্থায় টানা চার দিন তিনি আদালতে উপস্থিত থেকে চরম আবেগঘন মুহূর্তে নিজের বয়ান দেন। তিনি বলেন, এক সময় যাকে ভালোবেসেছিলেন, সেই ডিডির হাতেই তিনি মারধরের শিকার হন, এমনকি ধর্ষিতও হন।

২০০৬ সালে প্রকাশিত ‘মি অ্যান্ড ইউ’ গান দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ক্যাসি ২০১৯ সালে ফিটনেস ট্রেনার অ্যালেক্স ফাইনকে বিয়ে করেন। ওই বছরই জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা ফ্র্যাঙ্কি স্টোন ফাইন। দ্বিতীয় কন্যা সানি সিনকো ফাইন জন্ম নেয় ২০২১ সালে।

যুক্তরাষ্ট্রে সাধারণত ধর্ষণের শিকার হওয়া নারীদের নাম প্রকাশ না করলেও ক্যাসি নিজেই সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে এসে আদালতে সাক্ষ্য দেওয়ায় তাঁর নাম সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

ডিডি কোম্বসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর খ্যাতি ও ক্ষমতা ব্যবহার করে একাধিক নারীকে মাদক ও পেশাদার পুরুষ যৌনকর্মীদের সঙ্গে অনৈতিক কাজে বাধ্য করেছেন এবং তাঁদের ক্যারিয়ারের সুযোগ-সুবিধা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করেছেন। তবে কোম্বস এই সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালতের কার্যক্রম শেষ করে নিজের আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতিতে ক্যাসি জানান, “আমি আশা করি, আমার এই সাক্ষ্য অন্যদের নির্যাতন ও ভয়ের স্মৃতি থেকে সেরে ওঠার পথে সহায়ক হবে।”

♦দেশি বিদেশি বিনোদন সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। https://www.businesstoday24.com