বিনোদন ডেস্ক:
ভারতের ছোট পর্দা ও দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ সানা মকবুল খানের শরীরে ধরা পড়েছে মারাত্মক লিভার সিরোসিস। দীর্ঘদিন ধরে তিনি অটোইমিউন হেপাটাইটিসে ভুগছিলেন, যা অবশেষে লিভারের জটিলতম রোগ সিরোসিসে রূপ নিয়েছে বলে তার চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
সানা মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার কথা প্রকাশ করেছেন। সানা জানান, তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত লিভার কোষকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ করছে, যার ফলে লিভার দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে রক্ষা পেতে তিনি ইমিউনোথেরাপি নিচ্ছেন, যা শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়া কমিয়ে দিতে সহায়ক।
অভিনেত্রী বলেন, ‘আমি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিছুদিন কাঁদি, কিছুদিন হাসি—কিন্তু থেমে যাই না।’ সানা জানান, তার পরিবার এই কঠিন সময়ে তাকে মানসিক শক্তি যুগিয়ে চলেছে। বিশেষ করে মা–বাবার উপস্থিতি তাকে ভিতরে থেকে শক্ত করে রেখেছে।
সানা মকবুলকে ভারতের দর্শকরা চেনে ‘ইস প্যায়ার কো কেয়া নাম দুঁ’, ‘ক্রাইম প্যাট্রোল’, ‘খাতরোঁ কে খিলাড়ি’র মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং বেশ কিছু তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি তিনি ‘বিগ বস ওটিটি’-এর তৃতীয় মৌসুমেও অংশ নিয়েছিলেন এবং নতুন করে আলোচনায় এসেছিলেন।
ডাক্তারেরা জানিয়েছেন, এই ধরণের সিরোসিস নিরাময়যোগ্য নয়, তবে প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণে রাখা গেলে লিভার ট্রান্সপ্লান্টের মতো জটিলতার প্রয়োজন পড়তে নাও পারে। নিয়মিত চিকিৎসা, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং মানসিক দৃঢ়তা থাকলে রোগীর সুস্থ থাকা সম্ভব। সানাও সেই পথেই হাঁটছেন বলে জানান।
অভিনয় থেকে আপাতত বিরতিতে থাকলেও তিনি জানিয়েছেন, ‘আমি ধীরে হাঁটছি ঠিকই, কিন্তু থেমে যাইনি।’
তার দ্রুত আরোগ্য কামনায় ভারতের পাশাপাশি বাংলাদেশেও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।