বিনোদন ডেস্ক: টলিউডে ফের উঠেছে নতুন গুঞ্জন। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জির নাম ঘিরে চলছে প্রেমের আলোচনায় সরগরম আড্ডা। শিল্পীমহলের একাংশ বলছেন, সাম্প্রতিক সময়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যক্তিগত আড্ডায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। সেই সূত্রেই বিনোদন দুনিয়ায় জোরালো হয়েছে সম্পর্কের জল্পনা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই প্রসঙ্গ বেশ আলোচিত। বিশেষত, দু’জনের একই ফ্রেমে ওঠা কয়েকটি ছবি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে চর্চা। অনেকেই মন্তব্য করছেন—“বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়েছে সম্পর্ক”, আবার কেউ কেউ এটিকে নিছকই “পেশাদার সম্পর্ক” বলে উড়িয়ে দিচ্ছেন।
এ বিষয়ে এখনও পর্যন্ত সুস্মিতা বা সৃজিত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে টলিপাড়ার ঘনিষ্ঠরা জানিয়েছেন, তাদের একসঙ্গে সময় কাটানো এখন আর নতুন কিছু নয়। যদিও, ব্যক্তিগত জীবন নিয়ে সৃজিত এর আগেও বিতর্কের মুখে পড়েছেন। ফলে এ নিয়ে নানান রকম কৌতূহল বাড়ছে।
অন্যদিকে, সুস্মিতা চট্টোপাধ্যায় সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় রয়েছেন। আর সৃজিত মুখার্জি ব্যস্ত নতুন ছবির কাজ নিয়ে। শিল্পীজগতে অনেকেই মনে করছেন, পেশাগত কারণে তাদের ঘনিষ্ঠতা তৈরি হলেও ব্যক্তিগত সম্পর্কের রসায়নও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
তবে সবকিছুর মাঝেই প্রশ্ন রয়ে গেছে—এই গুঞ্জনের আসল ভিত্তি কতটা? এটা নিছক গসিপ, নাকি সত্যিই নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে টলিউডে? উত্তর সময়ই দেবে।