Home Second Lead এসএসসিতে ১২৮০: রাজশাহীর সেরা নিহালের মুখে তার সাফল্যের গল্প

এসএসসিতে ১২৮০: রাজশাহীর সেরা নিহালের মুখে তার সাফল্যের গল্প

প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগমের পাশে নিহাল
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী জেলায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া কিশোরটির নাম ফারহান নিহাল কবির। রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই ছাত্র পেয়েছে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮০। নিজের এই অসাধারণ সাফল্য নিয়ে সে বলেছে, “এই রেজাল্ট শুধু আমার একার নয়, মা-বাবা, শিক্ষক আর সব শুভাকাঙ্ক্ষীর ভালোবাসার ফসল।”

নিহাল বলেন, “আমি চেষ্টা করেছি নিয়মিত পড়াশোনার। যেটা বুঝতাম না, সেটা বারবার পড়তাম। স্কুলের প্রতিটি শিক্ষক আমাকে যেভাবে সহায়তা করেছেন, তা ভুলবার নয়।”

জানান, “আমার মা-ই আমার প্রথম শিক্ষক। ছোটবেলায় মা-ই হাতে ধরে লেখাপড়া শিখিয়েছেন। এখনও যেকোনো বিষয় মাকে আগে বলি।”

মোবাইল ফোন না ব্যবহার করার বিষয়ে জানতে চাইলে নিহাল হেসে বলেন, “আমার মন বসে না ওসব জিনিসে। সময় নষ্ট হয়। পড়া আর পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালো লাগে।”

ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে ফারহান নিহাল বলেন, “আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ভালো কিছু করতে চাই দেশের জন্য। রাজশাহীতেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, যেন পরিবার-পরিজনের কাছেই থাকতে পারি।”

নিজের অবসরের সময় নিয়ে বলেন, “খেলাধুলার মধ্যে ক্রিকেট খুব ভালো লাগে। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে খেলা হয়, আর আত্মীয়স্বজন এলে তাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে। তবে ক্লাসের পড়া শেষ না হলে কোথাও যাই না।”

পরীক্ষার আগে নিজের প্রস্তুতি কেমন ছিল জানতে চাইলে নিহাল বলেন, “স্কুল টেস্টে আমি প্রথম হয়েছিলাম। তখন থেকেই একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। তবে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত টেনশন থেকেই গেছে।”

নিহালের শিক্ষক, প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম বলেন, “নিহাল অত্যন্ত পরিশ্রমী আর শান্ত স্বভাবের ছাত্র। এমন ফলাফল আমরা আশা করেছিলাম তার কাছে থেকে। তার মতো ছাত্র আমাদের জন্য অনুপ্রেরণা।”

পরিবারের বড় সন্তান ফারহান নিহাল, যাকে কোনোদিন মোবাইল ফোন কিনে দিতে বলতে হয়নি। ব্যবসায়ী বাবার আর শিক্ষিকা মায়ের ছায়ায় বেড়ে ওঠা এই কিশোর এখন রাজশাহীর গর্ব।