Home বিনোদন হলিউড তারকা অ্যাঞ্জেলিনার কষ্ট: প্রেমের টানে ঘর ছাড়লেন মেয়ে শাইলো

হলিউড তারকা অ্যাঞ্জেলিনার কষ্ট: প্রেমের টানে ঘর ছাড়লেন মেয়ে শাইলো

অ্যাঞ্জেলিনা জোলি ও মেয়ে শাইলো
বিনোদন ডেস্ক: হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি চরম মানসিক চাপে রয়েছেন, কারণ তাঁর মেয়ে শাইলো reportedly প্রেমিকাসহ লস অ্যাঞ্জেলেসে একটি কনডোতে উঠেছেন। সূত্র বলছে, এই গ্রীষ্মে শাইলো তাঁর কথিত প্রেমিকা কিওনি রোজের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং বেশ কিছুদিন ধরেই তাঁরা একসঙ্গে থাকছেন।

‘এক পাখি, এক বাসা’ নীতিতে বিশ্বাসী জোলি
‘ম্যালিফিসেন্ট’ তারকা জোলি সবসময় চেয়েছেন তাঁর ছয় সন্তান এক ছাদের নিচে থাকুক। তাই শাইলোর হঠাৎ করে ঘর ছাড়া তাঁকে বিচলিত করে তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, “অ্যাঞ্জেলিনা কখনোই এমন পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারেন না—তিনি চান সব সন্তান তাঁর নিকটে থাকুক।”

নিরাপত্তা নিয়ে কোনো ছাড় নেই
তবে সন্তানের সুরক্ষায় কোনো খামতি রাখেননি এই ‘মা ভালুক’। জোলির সন্তানরা যেখানে যায়, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে সাবেক নেভি সিল নিরাপত্তা বাহিনী। “মা ভালুক নিশ্চিত করেন, তাঁর শাবকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে,” বলেন সংশ্লিষ্ট এক সূত্র।

নৃত্য নিয়ে আগ্রহ, কিন্তু চাপ নয়
শাইলোর ভবিষ্যৎ নিয়ে বিশেষ চিন্তিত নন জোলি। সূত্র বলছে, শাইলো একসময় পেশাদার নৃত্যশিল্পী হতে পারে, তবে জোলি তাতে কোনো চাপ দিচ্ছেন না। বরং তিনি চান, শাইলো যেটা ভালোবাসে সেটাই করুক।

রোমান্সের ইঙ্গিত এবং নতুন ঠিকানা
গত নভেম্বরেই শাইলো ও কিওনি রোজকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। এখন তাঁদের একসঙ্গে বাস করার ঘটনা সেই গুঞ্জনে আরও ইন্ধন জোগাচ্ছে। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের কনডো ভবনের সামনে। সেখানে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন এবং শাইলোকে দেখা যায় হুডি ও কার্গো প্যান্টে, খালি পায়ে গাড়ির দিকে এগোতে।

জোলি-পিট পরিবারের বর্তমান চিত্র
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তানের মধ্যে শাইলো ছাড়াও রয়েছেন ম্যাডক্স (২৩), প্যাক্স (২১), জাহারা (২০) এবং যমজ নক্স ও ভিভিয়েন (১৭)।

👉 হলিউড তারকাদের আরও খবর জানতে ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম