চট্টগ্রাম: আগামীকাল ২৬ জুলাই প্রাক্তন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য, প্রতিথযশা আইনজীবী এবং চট্টগ্রাম আইন কলেজের প্রতিষ্ঠাতা সহঅধ্যক্ষ অ্যাডভোকেট বদরুল হক খানের ৫৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বদরুল হক খান ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী। তিনি বৃটিশ ও পাকিস্তান আমলে (১৯৩০ থেকে ১৯৬১ সাল পর্যন্ত) অত্যন্ত সুনামের সঙ্গে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আইনজীবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ন্যায়বিচার ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেন।
তিনি তৎকালীন পটিয়া, সাতকানিয়া ও আনোয়ারা এলাকা নিয়ে গঠিত একক আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। আইন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আজও স্মরণীয়। চট্টগ্রাম আইন কলেজ প্রতিষ্ঠায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন এবং সহঅধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ার জন্য সবার অংশগ্রহণ কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।-সংবাদ বিজ্ঞপ্তি