Home আন্তর্জাতিক রাশিয়ার ভেতরে ইউক্রেনের প্রথম দূরপাল্লার আঘাত

রাশিয়ার ভেতরে ইউক্রেনের প্রথম দূরপাল্লার আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ঘোষণা করেছে যে তারা প্রথমবার যুক্তরাষ্ট্র সরবরাহ করা আতাকমস ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে। ঘটনাটি ঘটে ট্রাম্প প্রশাসনের সময়, যখন তিনি সেপ্টেম্বরে ক্ষেপণাস্ত্রের দূরত্বসীমা শিথিল করার ইঙ্গিত দেন। এর আগে ট্রাম্প রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ এলাকায় চারটি আতাকমস নিক্ষেপ করে এবং তারা এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দিতে সক্ষম হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে রাশিয়া দাবি করেছে, ধ্বংসাবশেষ ভোরোনেজ শহরের কাছে একটি বনাঞ্চলে পাওয়া গেছে।

ইউক্রেনীয় সামরিক সদরদপ্তর হামলাকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করলেও কোন লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বা কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা প্রকাশ করেনি। ইউক্রেন ও রাশিয়ার সামরিক সূত্র বলছে, ক্ষেপণাস্ত্রগুলো ভোরোনেজ অঞ্চলের পোগোনোভো সামরিক প্রশিক্ষণকেন্দ্রসহ কয়েকটি স্থানে আঘাত হেনেছে, যা সীমান্ত থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে আতাকমস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি।

রাশিয়ার ভেতরে ইউক্রেনের আগের আতাকমস হামলা হয়েছিল গত বছরের উনিশ নভেম্বর, ব্রিয়ান্স্ক অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে। এরপর চলতি বছরের জানুয়ারিতে আরও একটি দীর্ঘ পাল্লার আক্রমণ চালানো হয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দুবার আতাকমস সরবরাহ করেছে, প্রথম দফায় দুই হাজার তেইশ সালের অক্টোবর এবং দ্বিতীয় দফায় দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। মোট সরবরাহ ছিল প্রায় পঞ্চাশটির মতো। প্রথমদিকে ইউক্রেনকে স্বল্প পাল্লার ক্লাস্টার ওয়ারহেডযুক্ত আতাকমস দেওয়া হয়। পরে ট্রাম্প প্রশাসন নতুন সরবরাহ বন্ধ করে এবং রাশিয়ার মাটিতে আতাকমস ব্যবহারে বাধা দেয়। এমনকি গত আগস্টে ইউক্রেন রাশিয়ার ভেতরে আঘাত হানার অনুমতি চাইলে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে।

ঘটনাটি নিয়ে আপনার মূল্যায়ন কী? ইউক্রেনের এই হামলা কি সংঘাতকে নতুন মোড়ে নিয়ে যাবে?
আপনার মতামত নিচে মন্তব্যে জানান।