বিনোদন ডেস্ক: বিয়ের পর অভিনয় থেকে অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। ব্যস্ত হয়েছেন স্বামী বিরাট কোহলি, কন্যাসন্তান ও ব্যক্তিগত জীবন নিয়ে। তবুও বছর দুয়েক আগে হঠাৎ করেই আলোচনায় ফিরেছিলেন তিনি ভারতীয় নারী ক্রিকেটের তারকা ঝুলন গোস্বামীর জীবনকাহিনি অবলম্বনে তৈরি ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করে।
এই সিনেমাটি ঘিরে শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। নেটফ্লিক্সে মুক্তির ঘোষণা, আনুশকার ক্রিকেট প্রশিক্ষণ, ডায়েটে পান্তা ভাত—সব মিলিয়ে যেন এক অদ্ভুত সংমিশ্রণ। বলিউডবাসী অপেক্ষায় ছিল পর্দায় এক ‘ঝুলন’ রূপে আনুশকাকে দেখার জন্য।
তবে সময় গড়ালেও ছবির দেখা নেই! একাধিকবার মুক্তির কথা উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা যেন আরও ঘনীভূত হয়েছে।
সম্প্রতি আনুশকা নিজেই জানিয়েছেন, “আমি জানি না কেন এটা মুক্তি পাচ্ছে না। আমার কোনও ধারণা নেই। আমি তো অপেক্ষা করেই আছি।”
উল্লেখযোগ্যভাবে, ‘চাকদহ এক্সপ্রেস’ ছিল ক্লিন স্লেট ফিল্মজ প্রযোজিত একটি প্রজেক্ট, যে প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন আনুশকা নিজেই। তবে দুই বছর আগে ভাই কর্ণেশ শর্মার হাতে কোম্পানির দায়িত্ব তুলে দিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি। শোনা যায়, এই সিনেমাটি নিয়ে নেটফ্লিক্স ও প্রযোজনা সংস্থার মধ্যে কোনও এক ‘বিতর্ক বা চুক্তি বাতিল’-এর জেরে আটকে গেছে ছবির ভবিষ্যৎ।
ছবিতে ঝুলনের কোচের চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দ্যু ভট্টাচার্য। আনুশকা চরিত্রে মিশিয়েছেন কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আবেগ শুটিং শুরুর আগেই ক্রিকেটের খুঁটিনাটি শিখেছেন, অনুশীলন করেছেন বাস্তবের মতো করে।
তবু প্রশ্ন রয়ে যায়—এত সাধনার ফল কি দর্শক দেখতে পাবেন আদৌ?
‘চাকদহ এক্সপ্রেস’ কি শুধুই আনুশকার সেরা না-পাওয়া সিনেমা হয়ে থেকে যাবে










