বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এই সময় তিনি নির্বাচনের ওপর তীব্র সমালোচনা করেছেন।
আবিদুল ইসলাম খান বলেন, “এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।”
রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে শুরু হওয়া মিছিল টিএসসি এলাকা পেরিয়ে ভিসি চত্বর এবং রেজিস্ট্রার ভবনের দিকে এগোয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “কারচুপির নির্বাচন, মানি না মানব না”, “নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন”।
এ বছর ডাকসুর ৩৮তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা সংস্থার ১০০ বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত নির্বাচনে এবার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয়। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
নির্বাচন ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।