বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরছেন এবং তিনি সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘নির্বাচন যাতে হতে না পারে, সেজন্য অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। তবে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।’’
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, ‘‘গণতন্ত্রের পথ থেকে বিএনপিকে কেউ সরাতে পারেনি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এখন আর আগের মতো রাজনীতি হবে না; আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের।’’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেন।










