Home Second Lead তারেক রহমানের সঙ্গে পাক স্পিকারের সাক্ষাৎ: গভীর শোক প্রকাশ

তারেক রহমানের সঙ্গে পাক স্পিকারের সাক্ষাৎ: গভীর শোক প্রকাশ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই শোক প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পাকিস্তানের স্পিকার তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এবং গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তারেক রহমান পাকিস্তানের স্পিকারের এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দেশের সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জানান। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তাঁর কন্যা জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাক্ষাৎ শেষে পাকিস্তানের স্পিকার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। উল্লেখ্য, বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে পাকিস্তান ছাড়াও ভারত, নেপাল ও ভুটানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আজ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।