বিনোদন ডেস্ক:
১. সাদামাটা শাড়িতে নজরকাড়া ব্লাউজ – আলিয়া ভাট
‘কালঙ্ক’ থেকে ‘রকি অউর রানি’, আলিয়া ভাটের শাড়ি প্রেম আজ এক ইতিহাস। তাঁর স্টাইলিং হ্যাক? সাধারণ প্যাস্টেল শাড়ির সঙ্গে জড়ানো, ব্যাকলেস বা ডিজাইনার ব্লাউজ। এই ব্লাউজগুলো আবার লেহেঙ্গা, হাই ওয়েস্ট প্যান্ট বা জ্যাকেটের সঙ্গেও দিব্যি মানায়। একে বলে ফ্যাশনেও সাসটেইনেবল ভাবনা।
২. খোলা কাঁধ মানেই গ্ল্যামার – অনন্যা পান্ডে
টিউব টপ, অফ-শোল্ডার গাউন বা বডিস্যুট—অনন্যার ফ্যাশনে কাঁধ যেন নতুন স্টেটমেন্ট। গলায় কোনও কিছু না পরে বরং হাইলাইটার দিয়ে কাঁধ ও কলারবোন জেলেইন করুন, সাথে হালকা মেকআপ। এটা জেন জি-দের অল টাইম প্রিয়!
৩. ওড়নাকে বানান কেপ – সোনম কাপুর
ওড়নার জড়ানোর ধরনই বদলে দিয়েছেন সোনম কাপুর। কেপের মতো ওড়না গায়ে চাপিয়ে সোনম দেখিয়ে দিয়েছেন যে ট্র্যাডিশন আর আধুনিকতা একসাথে কিভাবে কাজ করে। সেলফি, স্ন্যাকস বা থুমকা—সব কিছুতেই হাত ফ্রি, স্টাইল ফুল অন।
৪. প্রিন্টের উপর প্রিন্ট? হ্যাঁ, কিন্তু কৌশলে – ক্যাটরিনা কাইফ
এক রঙের মধ্যেই নানা ধরনের প্রিন্ট পরতে ভালোবাসেন ক্যাটরিনা। প্যাস্টেল হলে পুরোটা প্যাস্টেলেই, অথবা জুয়েল টোনের মধ্যে। তার সঙ্গে বড় আর ছোট মাপের প্রিন্টের সঠিক ভারসাম্য বজায় রাখাই মেইন ট্রিক।
৫. কোমর দেখাতে ভুলবেন না – কিয়ারা আদবানি
বেল্টেড ড্রেস, কোরসেটেড ব্লাউজ কিংবা স্লিম ফিটেড স্যুট—কিয়ারা জানেন, ওয়েস্ট সিনচ করলেই ফিগার ভালো দেখায়। সহজ হেয়ারস্টাইল আর হালকা গয়নার সঙ্গে এটা তৈরি করে স্ট্রং অথচ সাবলীল লুক।
৬. সানগ্লাসেই বাজিমাত – কারিনা কাপুর
কারিনার অফ ডিউটি সিগনেচার অ্যাকসেসরি হচ্ছে বড় গ্লাস। শাড়ি হোক বা ট্র্যাকস্যুট, মুখে বড় ফ্রেমের রোদচশমা পরলেই একটা সেলিব্রিটি ভাব চলে আসে। রাত জাগার পর চোখে ক্লান্তি? কোনও কনসিলারের দরকার নেই।
৭. শাড়িকে দিন হট লুক – জানভি কাপুর
জানভির শাড়ি মানেই চেনা ছক ভাঙা। প্লাঞ্জিং নেকলাইন, ব্যাকলেস বা করসেট ব্লাউজে পুরনো শাড়িও হয়ে ওঠে জেন জি স্টাইল। মায়ের পুরনো শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করুন, সঙ্গে ট্রেন্ডি টপ আর স্টেটমেন্ট গয়না।
৮. মনোক্রোমেই ম্যাজিক – কৃতি স্যানন
লাল প্যান্টসুট থেকে সাদা থ্রি-পিস, কৃতির ফ্যাশনে মনোক্রোম মানে মিনিমাল নয়, বরং এটাই তার স্টাইল স্টেটমেন্ট। একই রঙে টেক্সচারের ভিন্নতা আর হালকা গয়নার ছোঁয়ায় লুকটা হয় একেবারে নিখুঁত।
৯. অ্যাকসেসরির খেলায় জয় – শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধার স্টাইলিং মানেই অ্যাকসেসরির দারুণ ব্যবহার। অক্সিডাইজড চাঁদবালি, লেয়ার্ড নেকলেস, স্টেটমেন্ট রিং—সবই সহজলভ্য ও হালকা, অথচ নজরকাড়া।
১০. sleek হেয়ার + বড় দুল = দীপিকা ম্যাজিক
দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়—স্লিক লো বান বা পনিটেল সঙ্গে বড় দুলেই হয়ে যায় রেড কার্পেট লুক। এটি গরমে আরামদায়ক, ফ্যাশনেও পারফেক্ট। চোখে উইংড লাইনার আর ঠোঁটে নিউড টিন্ট? ব্যস, আপনি তৈরি!