Home খেলাধুলা ইংলিশ লিগে লিভারপুলের জয়

ইংলিশ লিগে লিভারপুলের জয়

বিজনেসটুডে২৪ ডেস্ক:

শেফিল্ডকে ২-১ গোলে ব্যবধানে জয় পেয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ক্লপের অলরেডস, ফাবিনহোর ফাউলে স্যান্ডার বার্গের পেনাল্টি গোলে লিড শেফিল্ডের।

প্রথমার্ধ শেষের আগ মুহুর্তে সমতায় ফেরে লিভারপুল। সাদিও মানের শট জাল খুজে না পেলেও…ভুল করেননি রবার্তো ফিরমিনো।

৬২ মিনিটে ব্যবধান বাড়িয়েছিল স্বাগতিকরা। তবে ভিএআর এ বাতিল হয় সালাহ-র অসাধারণ গোল।

লিভারপুলের লিড আর জয় নিশ্চিত হয় মানে-জোতা রসায়নে।

অসাধারণ হেডে অ্যানফিল্ডে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেন দিয়োগো জোতা।

এভারটনের সমান ১৩ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে টেবিলের দু নম্বরে ইয়ুর্গেন ক্লপের দল।