বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: কুমারখালীতে সড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন, কুমারখালী পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ও ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং যুব জামায়াত নেতা সাইফুল ইসলাম শোভন (৩০)। বর্তমানে রাকিব কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অন্যদিকে শোভন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর কর্তৃপক্ষের কাছ থেকে যানবাহন চলাচল ও পার্কিংয়ের ইজারা নিয়েছিলেন রাকিব হোসেন। এর জন্য তিনি প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় এক বছরের চুক্তিতে ইজারা গ্রহণ করেন।
বুধবার বিকেলে রাকিবের নিয়োজিত লোকজন কাজীপাড়া এলাকায় অটোচালকদের কাছ থেকে পার্কিং ফি আদায় করছিলেন। এ সময় যুব জামায়াত নেতা শোভনের এক বন্ধু অটোচালককে ২০ টাকা চাঁদা দিতে বলা হয়। ওই চালক ফোনে শোভনকে ডেকে আনেন।
শোভন উপস্থিত হয়ে রাকিবের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চাঁদা তোলা কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত রাকিবের সহপাঠী মো. বাপ্পী জানান, “শোভন প্রথমে খারাপ আচরণ করছিল। পরে সে ৫-৭ জন লোক নিয়ে এসে রাকিবকে কুপিয়ে চলে যায়।”তবে যুব জামায়াত নেতা শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বন্ধুকে চাঁদা দিতে নিষেধ করায় আমাদের ওপর হামলা হয়। আমার হাত কেটে গেছে, তবে কে করেছে বুঝতে পারিনি।”বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও উত্তেজনা দেখা দিয়েছে।
কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, “রাকিব বিএনপির সক্রিয় নেতা। তার মাথায় একাধিক কোপ রয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।”
অন্যদিকে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন জানান, “আমার ছেলে শোভন মারামারির লোক নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”স্থানীয়দের মতে, চাঁদা তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। এবার তা রক্তক্ষয়ী রূপ নিল।