Home Third Lead ইনাহ লুকাসের জীবনাবসান: শতবর্ষ পেরিয়ে এক ইতিহাসের শেষ অধ্যায়

ইনাহ লুকাসের জীবনাবসান: শতবর্ষ পেরিয়ে এক ইতিহাসের শেষ অধ্যায়

ইনাহ কানাবারো । ছবি সংগৃহীত

শেষ হলো এক সন্ন্যাসজীবনের  উজ্জ্বল অধ্যায়

বিজনেসটুডে২৪ ডেস্ক: ব্রাজিলের পারানা রাজ্যের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক সন্ন্যাসী ইনাহ কানাবারো লুকাস, যিনি মৃত্যুকালে ছিলেন ১১৭ বছর বয়সী। দীর্ঘজীবী এই নারী শুধু বয়সের হিসেবে রেকর্ডধারী নন, বরং তাঁর জীবন ছিল আধ্যাত্মিকতা, সেবা ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত।

১৯০৭ সালের ১৩ জানুয়ারি ব্রাজিলের এক খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া ইনাহ লুকাস মাত্র ১৮ বছর বয়সে ধর্মজীবনে প্রবেশ করেন। তিনি “সিস্টার্স অব চারিটি” নামক ক্যাথলিক ধর্মীয় সংঘের সদস্য হিসেবে সারা জীবন দরিদ্রদের সেবা, নারীদের ক্ষমতায়ন এবং শিশুদের শিক্ষাদানে কাজ করে গেছেন। তাঁর শান্ত, সরল এবং আত্মনিবেদিত জীবনধারা বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।

বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি হিসেবে ২০২৩ সালে ফ্রান্সের লুসিল র‍্যান্ডনের মৃত্যুর পর ইনাহ লুকাসের নাম ঘোষণা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এরপর তাঁর জীবনের প্রতি বৈশ্বিক আগ্রহ বহুগুণে বৃদ্ধি পায়। তিনি নিজেও বহুবার বলেছেন, দীর্ঘজীবনের রহস্য লুকিয়ে আছে প্রার্থনা, আত্মনিয়ন্ত্রণ, নিরামিষভোজ ও সেবা-ভিত্তিক জীবনের মধ্যে। প্রতিদিন সকালে তিনি প্রার্থনায় অংশগ্রহণ করতেন এবং ধর্মীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতেন।

তাঁর মৃত্যুতে ব্রাজিলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “ইনাহ লুকাস শুধু একজন দীর্ঘজীবী নারী নন, তিনি আমাদের সময়ের নৈতিকতা, বিশ্বাস এবং আত্মত্যাগের প্রতীক।” রাষ্ট্রীয়ভাবে তাঁর সম্মানে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ধর্মীয় মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, সবাই এই শতায়ু নারীর মৃত্যুতে নিজেদের একজন আধ্যাত্মিক অভিভাবককে হারানোর শোক প্রকাশ করছে। ইনাহ লুকাসের মতো মানুষ পৃথিবীতে খুব কমই জন্মান, যাঁদের জীবনের সময়কাল ইতিহাসের চেয়ে কম কিছু নয়।

গিনেস কর্তৃপক্ষ এখন নতুনভাবে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তিকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। তবে ইনাহ লুকাস যে মানবিকতা ও আত্মনিবেদনের এক অমর নজির রেখে গেছেন, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।