Home আন্তর্জাতিক ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’, তবে মানসিক নির্যাতন চলছে

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’, তবে মানসিক নির্যাতন চলছে

ইমরান খানের বোন উজমা খানুম

কারাগারে সাক্ষাতের পর বোন উজমা খানুম

বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানুম মঙ্গলবার তাঁর কারাবন্দী ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন যে ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন। এর মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চলমান গুজব দূর হলো।

কারা কর্তৃপক্ষ আজ তাঁকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়। উজমা যখন কারাগারে প্রবেশ করেন, তখন পিটিআই-এর বহু সমর্থক কারাগারের বাইরে জড়ো হয়েছিলেন।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে উসমা খানম বলেন, “ইমরান খান স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণ সুস্থ আছেন। তবে তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন এবং বলেছেন যে তাঁকে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে।”

তিনি আরও জানান, ইমরান খানকে সারাদিন সেলের মধ্যে আটকে রাখা হয় এবং বাইরে বেরোনোর জন্য তাঁকে সামান্য সময় দেওয়া হয়। উসমা আরও বলেন, তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং তাঁদের মধ্যে সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।

সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-অধিকারের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে পিটিআই যখন ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করছে, ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। দলটি দাবি করে আসছিল যে গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও দলীয় নেতাদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

১৪৪ ধারা কঠোরভাবে প্রয়োগের হুঁশিয়ারি

এর আগে আজ, অভ্যন্তরীণ প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী বলেন যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা অবশ্যই মেনে চলা হবে।

ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চৌধুরী হুঁশিয়ারি দেন, “তাঁরা ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বা আদিয়ালা জেল, যেখানেই আসুক না কেন, ১৪৪ ধারার অধীনে বিনা বৈষম্যে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বিশেষত পিটিআই-সমর্থিত সংসদ সদস্যদের প্রতি ‘আইন মেনে চলার’ আহ্বান জানান।

চৌধুরী বলেন যে ‘গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে’ উভয় শহরে ১৪৪ ধারা আরোপ করা হয়েছে।

পিন্ডিতে নিরাপত্তা জোরদার

রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে যে শহরে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে যে কমপক্ষে ৩,০০০ নিরাপত্তা কর্মকর্তা ট্র্যাফিক এবং অন্যান্য নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, “রাওয়ালপিন্ডি জুড়ে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে যা বেআইনি সমাবেশ, মিছিল এবং বিক্ষোভকে সীমাবদ্ধ করে।”