Home ব্যাংক-বিমা আশকোনায় হজযাত্রীদের জন্য ইসলামী ব্যাংকের বিশেষ বুথ চালু

আশকোনায় হজযাত্রীদের জন্য ইসলামী ব্যাংকের বিশেষ বুথ চালু

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে হজযাত্রীদের জন্য বিশেষ ব্যাংকিং বুথ চালু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান সম্প্রতি এই বুথ উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদসহ অন্যান্য কর্মকর্তারা।

হজযাত্রীদের নগদ বহনের ঝুঁকি কমাতে এবার চালু করা হয়েছে হজ প্রিপেইড কার্ড, যাতে সর্বোচ্চ ১২০০ ডলার লোড করে সৌদি আরবে এটিএম থেকে উত্তোলন ও কেনাকাটায় ব্যবহার করা যাবে। বুথে আরও রয়েছে রিয়াল সরবরাহ, ডলার এন্ডোর্সমেন্ট ও ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা। হজ পালনের গাইডলাইন ও লিফলেটও বিতরণ করা হচ্ছে।

-সংবাদ বিজ্ঞপ্তি