Home আন্তর্জাতিক খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

হাইকমশিন জানায়, বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে পাকিস্তানের রাষ্ট্রীয় সংহতি প্রকাশ করতে ইসহাক দার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিশেষ সফরে ঢাকা পৌঁছাবেন। তিনি জানাজায় অংশগ্রহণের পাশাপাশি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক ও কূটনীতিকদের অংশগ্রহণ

বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার জানাজায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট নাগরিক ও সাধারণ মানুষের পাশাপাশি বিদেশি কূটনীতিকদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই সফরকে কূটনৈতিক ক্ষেত্রে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

হাইকমিশন সূত্রটি আরও জানায়: “ইসহাক দার আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নামবেন। জানাজা শেষে সংক্ষিপ্ত যাত্রায় তিনি পুনরায় ঢাকা ত্যাগ করতে পারেন।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের প্রস্তুতি পুরোদমে চলছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে পাকিস্তানের পক্ষ থেকে এটিই প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর। এর আগে দেশটির পক্ষ থেকে শোকবার্তা পাঠিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছিল।