Home Third Lead লন্ডনে সেমিনার শেষে উত্তেজনা, তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা ব্যর্থ

লন্ডনে সেমিনার শেষে উত্তেজনা, তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেমিনার শেষে বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা গাড়িতে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।

তবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম গাড়িটিতে আছেন, তাই তারা ডিম ছুড়েছিলেন। কিন্তু আসলে তিনি অন্য রাস্তায় অন্য গাড়ি ব্যবহার করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

ঘটনার দিন লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছিল। হামলার প্রচেষ্টা ঘিরে প্রবাসী বাংলাদেশি মহলে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।