Home Second Lead ব্যবসায়ীদের হুঁশিয়ারি: এনবিআর-এ অচলাবস্থা দেশের জন্য অশনিসংকেত

ব্যবসায়ীদের হুঁশিয়ারি: এনবিআর-এ অচলাবস্থা দেশের জন্য অশনিসংকেত

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমে অচলাবস্থার কারণে দেশের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে অভিযোগ তুলেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে দেশ। এতে আমদানি ও রপ্তানির গতি থমকে গেছে, শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঁচামাল পেতে হিমশিম খাচ্ছে, রপ্তানির সময়সীমা বেড়ে যাচ্ছে।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানান ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, বিসিআইসহ ব্যবসায়ীদের ১৩টি শীর্ষ সংগঠন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, “বন্দর ও বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকায় তা বৃষ্টি ও রোদে নষ্ট হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত কার্যক্রমের কারণে সময়মতো কাঁচামাল খালাস সম্ভব হচ্ছে না। এতে রপ্তানি বিলম্বিত হচ্ছে এবং লিড টাইম বেড়ে যাচ্ছে।”

তিনি বলেন, “একটি ইউপি (ইউনিট পারমিশন) পেতে ১০ থেকে ১৫ দিন সময় লাগছে, যা আগে একদিনেই পাওয়া যেত। এতে রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনবিআরের অচলাবস্থার জন্য কেউ নির্দিষ্ট ব্যক্তিকে দায়ী করছেন না। বরং প্রতিষ্ঠানটিকে দক্ষ ও হয়রানিমুক্ত করে গড়ে তোলার ওপর জোর দেন তারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান না বলেও স্পষ্ট করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেল, এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিএমইএর সভাপতি মঈনুল ইসলাম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, বিএফএলএলএফইএর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ও এমসিসিআইর সহসভাপতি সিমিন রহমান।

ব্যবসায়ী নেতারা বলেন, রাজস্ব বোর্ডের বর্তমান অচলাবস্থা দ্রুত নিরসন না হলে তা পুরো অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।