Home Second Lead নিউইয়র্কে পাল্টা বিক্ষোভে ‘মুজিববাদ-মুর্দাবাদ’ শ্লোগানে রাজপথ কাঁপালেন আখতার

নিউইয়র্কে পাল্টা বিক্ষোভে ‘মুজিববাদ-মুর্দাবাদ’ শ্লোগানে রাজপথ কাঁপালেন আখতার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় রাজপথে বিক্ষোভে নামেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও তার সহযোগীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতেই বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনের একটি হোটেলের সামনেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

চোখের সামনে বিরোধী নেতাকর্মীদের স্লোগান দেখতে পেয়ে হোটেলের নিচে নেমে আসেন আখতার হোসেন। তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও দলের আরও কয়েকজন নেতা-কর্মী। তারা একযোগে স্লোগান দেন—

  • “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”
  • “বিচার চাই, বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই”
  • “ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর”

এই সময় হোটেলের বিপরীত পাশে অবস্থান নেওয়া আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ঘিরে রাজপথ সরগরম হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আখতার হোসেন ও তার সহযোগীরা হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন, অন্যদিকে আওয়ামী লীগপন্থিরা পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর আগে বিমানবন্দরে পৌঁছেই আখতার হোসেনকে লক্ষ্য করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ডিম নিক্ষেপ ও গালিগালাজ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা ‘জয় বাংলা’, ‘রাজাকার’ স্লোগান দেন এবং অশালীন ভাষায় আক্রমণ চালান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই ঘটনার পর প্রবাসী রাজনীতির অঙ্গনে এক নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।