Home রাজনীতি রাঙ্গামাটি এনসিপি-র প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

রাঙ্গামাটি এনসিপি-র প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

বিপিন জ্যোতি চাকমা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এই আকস্মিক পদত্যাগে জেলা এনসিপি কমিটিতে অভ্যন্তরীণ মতবিরোধের জল্পনা শুরু হয়েছে।

রবিবার রাতে বিপিন জ্যোতি চাকমা তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন, “আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পাটি -এনসিপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, তার স্বাক্ষরিত অব্যাহতি পত্র দ্রুতই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েকদিন আগে গত ১৪ নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমাও পদত্যাগ করেছিলেন। পরপর দুই নেতার পদত্যাগে জেলা কমিটিতে অস্থিরতা স্পষ্ট হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আরেক যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম জাহিদ জানান, “গত কয়েকদিন ধরে জেলা কমিটিকে ঘিরে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। সম্ভবত অভিমান থেকেই বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্তে রাজনৈতিক তৎপরতার মধ্যে এনসিপি’র মতো একটি দলের প্রধান সমন্বয়কারীর এমন সময়ে সরে যাওয়া স্থানীয় সাংগঠনিক দুর্বলতা বা নেতৃত্বের মধ্যেকার বড় কোনো ফাটলের ইঙ্গিত হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব এই পরিস্থিতি কীভাবে সামাল দেন, সেটাই এখন দেখার বিষয়।