বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমী। তিনি দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে জিগাতলার পুরাতন কাঁচাবাজার সংলগ্ন ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয়
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, জান্নাতারা রুমীর গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন। তিনি পড়াশোনার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং জিগাতলার ওই ছাত্রী হোস্টেলে থাকতেন।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা জিগাতলার পুরাতন কাঁচাবাজার এলাকার ওই ছাত্রী হোস্টেলে যাই এবং রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
মৃত্যুর কারণ
এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










