Home Third Lead চট্টগ্রাম বন্দরই অর্থনীতির হৃৎপিণ্ড: ড. পারভেজ সাজ্জাদ

চট্টগ্রাম বন্দরই অর্থনীতির হৃৎপিণ্ড: ড. পারভেজ সাজ্জাদ

ড. পারভেজ সাজ্জাদকে এফবিসিসিআই সভাপতি পদে সমর্থন

চট্টগ্রাম: বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন ও বাণিজ্যিক প্রবৃদ্ধিতে চট্টগ্রাম বন্দরের ভূমিকা নিয়ে এক গুরুত্বপূ্র্ণ মতবিনিময় সভা গতকাল রবিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ।

সভায় অংশ নেন দেশের খ্যাতনামা শিপিং ও কাস্টমস বিশেষজ্ঞ, রফিজ গ্রুপের চেয়ারম্যান, বিএসএএ-এর তিনবারের সাবেক চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক পরিচালক ড. পারভেজ সাজ্জাদ আকতার। দেশের আমদানি-রপ্তানি খাত ও আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘ তিন দশক ধরে সক্রিয় এই ব্যক্তিত্ব তাঁর বক্তব্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন।

ড. পারভেজ বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরের দক্ষতা ও আধুনিকতা আমাদের জাতীয় প্রবৃদ্ধির গতি নির্ধারণ করে। আমদানি ও রপ্তানির নিরবচ্ছিন্ন গতি রক্ষা করতে হলে বন্দর ব্যবস্থাপনায় যুগোপযোগী পরিবর্তন প্রয়োজন।”

ড. পারভেজ সাজ্জাদ আকতার

তিনি বে-টার্মিনাল প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “যখন এই প্রকল্পের ধারণা প্রথম আসে, তখন আমি নিজে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি সহ সাগরের বর্তমান বে টার্মিনাল এলাকা পরিদর্শন সহ আলোচনা হয় , যেখানে তৎকালীন বন্দর চেয়ারম্যান, ২ জন সদস্য, হারবার মাস্টার ও এস্টেট ম্যানেজার ছাড়াও দেশের খ্যাতিমান শিল্পপতি আলী হোসেন আকবর আলী উপস্থিত ছিলেন। আমাদের যৌথ মতামতের ভিত্তিতেই এই প্রকল্পের ভিত স্থাপন হয়। এখন সময় এসেছে তা বাস্তবায়নের।”

সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, “ড. পারভেজ বয়সে আমার চেয়ে ছোট হলেও দূরদৃষ্টি, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে গভীর ধারণায় তিনি অতুলনীয়। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট থেকে কাজ করছেন এবং এফবিসিসিআই-তে ২৮ বছর সক্রিয়ভাবে যুক্ত আছেন। বন্দর, কাস্টমস, শিপিং, ও আমদানি-রপ্তানি খাতে তাঁর অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “আমি যখন সহসভাপতি ছিলাম, তখন ড. পারভেজ সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে সংগঠন পরিচালনা করেছেন। এমন একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকে এফবিসিসিআই-এর আগামী সভাপতির দায়িত্বে দেখতে চাওয়া সময়ের দাবি। তার মতো দক্ষ নেতৃত্ব দেশের বাণিজ্যিক ভবিষ্যৎকে আরও মজবুত করবে।”

সভায় উপস্থিত শতাধিক ব্যবসায়ী ও শিল্পপতি, বিভিন্ন সংগঠনের সভাপতি ও জেনারেল বডির সদস্যরা ড. পারভেজ সাজ্জাদ আকতারকে এফবিসিসিআই সভাপতি পদে সমর্থন জানান এবং তাঁকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র ‘দৈনিক আজাদী’-র সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক এম এ মালেক, আজাদী পত্রিকার নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেকসহ চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতিবৃন্দ ।

এই মতবিনিময় সভা শুধু চট্টগ্রাম বন্দরের গুরুত্বকেই সামনে নিয়ে আসেনি, বরং দেশের নেতৃত্ব ব্যবস্থায় অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তার দিকটিও তুলে ধরেছে।

– সংবাদ বিজ্ঞপ্তি