Home কলকাতা বাংলাদেশে ফেরার পথে মুড়িগঙ্গায় ছাইভর্তি বার্জ ডুবি

বাংলাদেশে ফেরার পথে মুড়িগঙ্গায় ছাইভর্তি বার্জ ডুবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরার পথে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবছে ছাই বোঝাই একটি বার্জ । ‘এমভি সোহান মালতি’ নামের বার্জটি  বজবজ পাওয়ার প্লান্ট থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসছিল মুন্সিগঞ্জের একটি সিমেন্ট কারখানায়।

বৃহস্পতিবার বিকেলে নামখানা সংলগ্ন নদীপথে চলার সময় হঠাৎ করে বার্জটির তলায় বড় ধরনের একটি ফুটো দেখা দেয়। স্থানীয় সূত্র জানিয়েছে, তলদেশে ফাটলের পর মুহূর্তের মধ্যেই ভিতরে পানি ঢুকতে শুরু করে। পানি প্রবেশের কারণে বার্জটি দুলতে থাকে এবং শুক্রবার সকাল নাগাদ এর অধিকাংশ অংশই নদীর জলে তলিয়ে যায়।

মোট আটজন নাবিক ছিলেন। উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে বার্জটিকে পুরোপুরি ডুবে যাওয়া থেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনায় আশঙ্কা তৈরি হয়েছে সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় নিয়ে। কারণ, ফ্লাই অ্যাশ নদীর পানিতে ছড়িয়ে পড়লে তা নদীজল, জলজ প্রাণী ও আশপাশের বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া নদীপথে চলাচলকারী অন্যান্য নৌযানও বিঘ্নিত হতে পারে।

পশ্চিমবঙ্গের পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বজবজ পাওয়ার প্লান্ট থেকে নিয়মিত ছাই পরিবহনের অংশ হিসেবেই বার্জটি চলাচল করছিল। তবে কী কারণে তলদেশে এমন বড় ধরনের ফাটল দেখা দিল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।

পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনী। পরিবেশগত ক্ষতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নদীপথে ছাই পরিবহনের সময় ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা যেমন, ডাবল বটম, ফুটো রোধক প্রযুক্তি ও জরুরি সীলমোহর ব্যবহার করা উচিত। তা না হলে অল্প ত্রুটিতেই বড় ক্ষতি হয়ে যেতে পারে বলে অভিমত নৌ বিশেষজ্ঞদের।