Home First Lead কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: প্রায় চার মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৫ মে, সোমবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। তবে হিথ্রো বিমানবন্দরে নির্ধারিত স্লটের ওপর নির্ভর করছে চূড়ান্ত সময়।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন,“ইনশাআল্লাহ, ম্যাডাম ৫ মে সকালে দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান থাকার কথা রয়েছে।”

তিনি আরও জানান, কাতারের আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে পাঠানো হয়েছিল, সেটির কারিগরি কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। শেষ মুহূর্তে যদি এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যায়, তাহলে বাংলাদেশ বিমানের সাধারণ একটি ফ্লাইটেই তিনি ফিরবেন বলে জানানো হয়।

খালেদা জিয়ার লন্ডনে অবস্থানরত সফরসঙ্গী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী জানান, হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য স্লটের আবেদন করা হয়েছে। স্লট নিশ্চিত হলেই ফ্লাইটের সময় নির্ধারণ করা হবে।“তিনি ভালো আছেন, আগের চেয়ে ডেফিনেটলি ভালো আছেন,”—বলেন বিএনপি মহাসচিব।

এর আগে শুক্রবার গণমাধ্যমকে তিনি জানান, দীর্ঘ চিকিৎসা শেষে খালেদা জিয়া অর্ধযুগ পর পরিবারের সঙ্গে এবারের ঈদ লন্ডনে উদযাপন করেছেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি ১৭ দিন ধরে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি তাকে লন্ডনের সেন্ট্রাল লন্ডন এলাকায় তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়।

সিলেট বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রাথমিকভাবে বাংলাদেশ বিমানের একটি সাধারণ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল। তবে পরে তা পরিবর্তন হয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও উদ্দীপনা দেখা যাচ্ছে।