এভিয়েশন ডেস্ক: সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে পিছলে যায়। জানা গেছে, অবতরণের সময় বিমানের তিনটি চাকা ফেটে যায়। তবে শেষ মুহূর্তে কৌশলী ব্যবস্থাপনার ফলে প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রী ও কর্মীরা।
সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে কোচি থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর ২৭৪৪ মুম্বইয়ে পৌঁছায়। এটি একটি এয়ারবাস এ৩২০ মডেলের যাত্রীবাহী বিমান। কিন্তু অবতরণের সময় প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকাগুলি ভিজে রানওয়েতে নিয়ন্ত্রণ হারায়। তীব্র শব্দে ফেটে যায় বিমানের তিনটি চাকা এবং বিমানটি কিছুটা পিছলে যায়।
এই ঘটনার পরপরই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়। সক্রিয় করা হয় জরুরি প্রতিক্রিয়া দল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে ৯টা ২৭ মিনিটে বিমানটি রানওয়েতে নামে এবং ওই সময় মুম্বই শহরে প্রবল বৃষ্টিপাত চলছিল।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী ও কর্মীদের সুরক্ষাই তাদের প্রথম অগ্রাধিকার। অবতরণের সময় তীব্র বৃষ্টির কারণে বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটে এবং কিছু সময় রানওয়েতে ঘোরাফেরা করতে হয়। এরপর বিমানটি নিরাপদে গেটের কাছে পৌঁছায় এবং সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, চাকা ফেটে যাওয়ার পাশাপাশি বিমানের নিচের অংশ ও ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বিমানটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদারকির আওতায় আনা হয়েছে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে বর্ষাকালে ভারতের বিভিন্ন বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে। একইসঙ্গে বিমান সংস্থাগুলোর কারিগরি সক্ষমতা ও জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতাও নতুন করে আলোচনায় এসেছে।
এর আগে গত সপ্তাহেই আহমেদাবাদে একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশে হুমকির মুখে পড়তে হয়েছিল শতাধিক যাত্রীকে। পাশাপাশি সোমবারই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৬০ জন।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ধারাবাহিক ঘটনা শুধু কাকতালীয় নয়, বরং এটি বৈমানিক নিরাপত্তা ব্যবস্থা ও পূর্বপ্রস্তুতির ঘাটতিরই প্রমাণ বহন করে।