এভিয়েশন ডেস্ক;
জাপানের কেন্দ্রীয় অঞ্চলের আইচি প্রিফেকচারে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিখোঁজ রয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩:০৬ মিনিটে কোমাকি এয়ার বেস থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিট পরেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে, ইনুয়ামা শহরের ইরুকা হ্রদের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
দুর্ঘটনায় নিখোঁজ দুই পাইলট হলেন ক্যাপ্টেন তাকুজি ইওকা (৩১) এবং ফার্স্ট লেফটেন্যান্ট শোতা আমিতানি (২৯)। তাদের উদ্ধার করতে জাপানের এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্স ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে আকাশপথ, জলপথ এবং স্থলপথে । দুর্ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ, তেলের দাগ এবং পাইলটদের হেলমেটের অংশ পাওয়া গেছে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ৩৬ বছর পুরনো কাওয়াসাকি টি-৪ মডেলের একটি প্রশিক্ষণ জেট। তা নিয়ুতাবারু এয়ার বেসে নিয়োজিত ছিল। বিমানটি একটি এফ-১৫ জেট ডেলিভারি শেষে কোমাকি এয়ার বেস থেকে ফিরছিল। বিমানটিতে কোনো ফ্লাইট ডেটা রেকর্ডার বা ভয়েস রেকর্ডার ছিল না্। যা তদন্তে জটিলতা সৃষ্টি করতে পারে।
দুর্ঘটনার পর, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের প্রায় ২০০ টি-৪ প্রশিক্ষণ বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করেছে। প্রতিরক্ষা মন্ত্রী জেন নাকাতানি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলিতে জাপানের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে বেশ কয়েকটি মারাত্মক সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে তা।
বর্তমানে, নিখোঁজ পাইলটদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।