বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ এরশাদ উল্লাহ’র শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। বুকের ডানপাশ ও পায়ে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ বর্তমানে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। এরশাদ উল্লাহ’র একান্ত সচিব মো. আরিফ মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চেকআপের জন্যই মূলত তাকে ঢাকায় আনা হয়েছে এবং তার ছেলেসহ কয়েকজন নিকটাত্মীয় তার সঙ্গে আছেন।
উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একই ঘটনায় সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন। ঘটনার পর থেকে এরশাদ উল্লাহ’র সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও প্রার্থনা করছেন।










