Home আন্তর্জাতিক ওমানে চরম গরমে জরুরি সতর্কতা, তাপমাত্রা ছুঁই ছুঁই ৫০ ডিগ্রি

ওমানে চরম গরমে জরুরি সতর্কতা, তাপমাত্রা ছুঁই ছুঁই ৫০ ডিগ্রি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ওমানে চলমান তাপপ্রবাহ দেশজুড়ে চরম আবহাওয়ার সৃষ্টি করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেশ কিছু প্রদেশে তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে, আর আগামী দিনে তা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার কুরাইয়াত প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৫০ ডিগ্রির সীমার কাছাকাছি। এছাড়া আল আশখারাহয় ৪৭ দশমিক ২, সূর-এ ৪৬ দশমিক ৪ এবং আওয়াবিতে ৪৫ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বাতিনাহ, দক্ষিণ বাতিনাহ, জাহিরাহ, উত্তর শারকিয়াহ এবং আল ওস্তা গভর্নরেটে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য নানা সতর্কতা আরোপ করা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দুপুরের প্রচণ্ড রোদ এড়াতে এই সময়ের মধ্যে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে রোদের তাপ সবচেয়ে বেশি হওয়ায়, এ সময়ে সরাসরি সূর্যরশ্মির সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সেইসঙ্গে প্রচুর পানি পান করা, শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা এবং হালকা ও ঢিলেঢালা পোশাক পরার উপদেশ দেওয়া হয়েছে।

চরম গরমে কর্মজীবীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে, কর্তৃপক্ষ আগামী জুন থেকে আগস্ট মাস পর্যন্ত দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা জায়গায় এবং নির্মাণাধীন প্রকল্পে সব ধরনের কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

আবহাওয়া অধিদপ্তরের  পূর্বাভাসে জানানো হয়েছে, বেশিরভাগ গভর্নরেটে আকাশ পরিষ্কার থাকবে। তবে ধোফার কিছু অংশ, দক্ষিণ শারকিয়াহ এবং আল ওস্তায় রাতের শেষ দিকে ও ভোরে নিম্ন মেঘ এবং কুয়াশা দেখা দিতে পারে।

চলমান এই চরম আবহাওয়ার প্রেক্ষিতে নাগরিকদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য এই গরম মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।