Home First Lead কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার বেশি মূল্যের ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধশিল্প সমিতি (বিপিএ)। সমিতির আশঙ্কা, এই বিপুল ক্ষতির প্রভাবে ভবিষ্যতে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত দেশের শীর্ষ ৩২টি ওষুধ কোম্পানি তাদের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে। সেই হিসাবে ২০০ কোটি টাকারও বেশি মূল্যের কাঁচামাল আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে মোট ৩০৭টি ওষুধ কোম্পানি নিবন্ধিত রয়েছে, এর মধ্যে ২৫০টি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জাকির হোসেন বলেন, “এই বিপর্যয়ের কারণে দেশের ওষুধ উৎপাদন ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে। প্রায় ৩ থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।” তবে তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওষুধ সরবরাহে সংকট দেখা দেবে না, কারণ কিছু বিকল্প কাঁচামাল এখনো দেশের বিভিন্ন কারখানায় মজুত আছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি দাবি করেন, কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবমিলিয়ে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ওষুধশিল্প ছাড়াও পোশাক, ইলেকট্রনিকস, চামড়া ও খাদ্যপণ্য রপ্তানির কাঁচামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের একটি গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ কনটেইনার ও গুদামঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস বিভাগ যৌথভাবে তদন্ত কমিটি গঠন করেছে। ওষুধশিল্প সমিতি দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণার আহ্বান জানিয়েছে।