Home চট্টগ্রাম নিবিড়ের চোখে জল, হৃদয়ে কান্না-সঙ্গীতের সম্পর্ক যেন পরিবার

নিবিড়ের চোখে জল, হৃদয়ে কান্না-সঙ্গীতের সম্পর্ক যেন পরিবার

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন সম্প্রতি কানাডা সফরে গিয়েছেন প্রবাসীদের আমন্ত্রণে সঙ্গীত পরিবেশন করতে। তবে এই সফরে তিনি যে কেবল গান গেয়েছেন তা নয়, বরং সফরটি পরিণত হয়েছে আবেগঘন এক মানবিক সাক্ষাতে কুমার বিশ্বজিতের অসুস্থ পুত্র নিবিড়কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী কানাডায় অবস্থান করছেন তাদের একমাত্র পুত্র নিবিড়ের চিকিৎসার প্রয়োজনে। ছেলের পাশে থেকে প্রতিনিয়ত সাহস জুগিয়ে যাচ্ছেন এই বরেণ্য শিল্পী। এমন কঠিন সময়ে সাবিনা ইয়াসমিনের এই সফর যেন শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং প্রিয়জনের প্রতি এক গভীর মমতার বহিঃপ্রকাশ।

সাবিনা ইয়াসমিন সবসময়ই কুমার বিশ্বজিতের সংগীতের প্রশংসক। বিশ্বজিতও তাকে মানেন অনুপ্রেরণাদায়ী এক শিল্পী ও অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে। তাদের এই সম্পর্কের প্রমাণ মিলল কানাডার মাটিতে, যেখানে সাবিনা নিজে হাসপাতালে গিয়ে নিবিড়কে দেখেছেন, তার খোঁজ নিয়েছেন এবং তাকে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন।

এই সফরে সাবিনার সঙ্গে ছিলেন আরেক সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। তিনিই ফেসবুকে একটি আবেগময় পোস্টে জানিয়েছেন, “গিয়েছিলাম আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী সাবিনা আপাকে সঙ্গে নিয়ে আর এক প্রিয় কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার ছেলে আমাদের প্রিয় নিবিড়কে দেখতে। আলহামদুলিল্লাহ, নিবিড় আগের থেকে এখন অনেক ভালো আছে।”

পোস্টে আরও উল্লেখ ছিল, সাবিনা ইয়াসমিন ও জাহাঙ্গীর সাঈদকে দেখে নিবিড় নিজে থেকেই হাসতে শুরু করে। তবে তাদের চলে যাওয়ার মুহূর্তে সে কিছু বলতে চেয়েছিল, মুখ ফুটে বলতে না পারলেও চোখের জল যেন বলে দিয়েছিল তার হৃদয়ের কথা। এই দৃশ্য দেখে জাহাঙ্গীর সাঈদ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তার স্মৃতিতে ভেসে ওঠে সেই দিন, যেদিন নিবিড়ের জন্মের পর প্রথমবার তাকে দেখতে গিয়েছিলেন।

নিবিড়ের চিকিৎসা এবং সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাহাঙ্গীর। একইসঙ্গে তিনি কুমার বিশ্বজিত ও তার স্ত্রীর ধৈর্য ও মমতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

সঙ্গীতের মানুষদের এমন পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক স্পর্শ আমাদের সমাজে এখনো জীবন্ত, তারই এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকল কানাডার এই মুহূর্তটি। শ্রোতারা গান শোনেন, ভালোবাসেন। কিন্তু শিল্পীর জীবনেও কত প্রকার বেদনা, ত্যাগ আর মানবিক গল্প লুকিয়ে থাকে—এই সাক্ষাৎ যেন তারই এক নিঃশব্দ দলিল।