বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে নতুন গতি পেয়েছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে হ্রদের পানির লেভেল বাড়ায় রবিবার (২০ জুলাই) রাত পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়েছে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ।
কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রের সবকটি—অর্থাৎ ৫টি ইউনিট সচল রয়েছে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, তৃতীয় ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট এবং চতুর্থ ও পঞ্চম ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
তিনি জানান, এর আগে চলতি বছরের ১৪ জুলাই সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। আর এবার সেই রেকর্ড ভেঙে ২২০ মেগাওয়াটে পৌঁছেছে উৎপাদন। কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৪২ মেগাওয়াট হলেও পানি সংকটের কারণে একসঙ্গে ৫টি ইউনিট সচল রাখা সবসময় সম্ভব হয় না।
কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, গতকাল রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল রেকর্ড করা হয়েছে ৯৮ দশমিক ৭৮ ফুট মীনস সি লেভেল। অথচ রুল কার্ভ অনুযায়ী এই সময় পানির স্বাভাবিক লেভেল থাকার কথা ৮৭ দশমিক ০৪ ফুট। কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।
জানা গেছে, মে মাসের শেষদিকে বৃষ্টিপাত বাড়ার পর ২ জুন থেকে ৪টি ইউনিট চালু করা হয়। পরে ৯ জুলাই রাত ৮টায় একযোগে চালু হয় ৫টি ইউনিট, যেদিন উৎপাদন হয় ২১২ মেগাওয়াট। এরপর ১৪ জুলাই তা বেড়ে দাঁড়ায় ২১৮ মেগাওয়াটে। আর সর্বশেষ ২০ জুলাই তা পৌঁছায় ২২০ মেগাওয়াটে—গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, উৎপাদিত বিদ্যুৎ সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।