Home সারাদেশ কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে গেটগুলো দিয়ে হ্রদের পানি ছাড়া শুরু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত হ্রদের পানির উচ্চতা দাঁড়ায় ১০৮ ফুট, যা বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতার (১০৯ ফুট এমএসএল) কাছাকাছি। তাই প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বাঁধ খোলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গেট খোলা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।” তিনি আরও জানান, বর্তমানে বাঁধের পাঁচটি ইউনিট থেকে প্রতিদিন ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

উল্লেখ্য, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে কর্ণফুলী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় সংশ্লিষ্ট প্রশাসন ও সাধারণ মানুষ সতর্ক অবস্থানে রয়েছে।