Home পরিবেশ  সাতক্ষীরার লোকালয়ে কালোমুখো হনুমানের দল

 সাতক্ষীরার লোকালয়ে কালোমুখো হনুমানের দল

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতক্ষীরা: তালা উপজেলা সদরের লোকালয়ে হঠাৎ করেই একদল কালোমুখো হনুমানের দেখা মিলেছে। গত দুদিন ধরে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে ৯ থেকে ১০টি হনুমানের এই দলটি। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ও শনিবার সকালেও বিভিন্ন বাড়ির ছাদ, গাছপালা, দোকান ও বাজারের আশেপাশে এদের বিচরণ করতে দেখা গেছে।

হঠাৎ লোকালয়ে এমন বিরল প্রজাতির হনুমান দেখে কৌতূহলী হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, তালা উপশহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ির প্রাচীরে হনুমানগুলো লাফালাফি করছে। ক্ষুধার্ত এই প্রাণীগুলোকে দেখে স্থানীয়দের অনেকেই মানবিক আচরণ করছেন। কেউ কলা, বিস্কুট, আবার কেউ পাউরুটি বা লেবু খেতে দিচ্ছেন। তবে কিছু উৎসুক মানুষ বা শিশুরা না বুঝে প্রাণীগুলোকে বিরক্ত করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তালা সদরের মহল্লাপাড়া এলাকার বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুন হাওলাদার বলেন, “শুক্রবার সকাল থেকেই আমাদের বাসার সামনের গাছ ও ছাদে হনুমানগুলোকে ঘুরতে দেখছি। সম্ভবত পথ ভুলে ৯-১০টি হনুমান এই এলাকায় চলে এসেছে। এদের প্রাণ বাঁচাতে এলাকাবাসীর এগিয়ে আসা উচিত এবং কেউ যেন তাদের আঘাত না করে সেদিকে খেয়াল রাখা দরকার।”

হনুমানগুলো কোথা থেকে এলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা মত রয়েছে। স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন ধারণা করছেন, যশোরের কেশবপুর এলাকা হনুমানের জন্য পরিচিত। সেখান থেকে আসা কোনো ফল বা সবজির ট্রাকে চড়েই হয়তো এই দলটি তালায় এসে পড়েছে।

এ বিষয়ে তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ জানান, মুখপোড়া হনুমান সাধারণত বনের বাইরেও বাস করে। তবে বর্তমানে বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন, খাদ্য সংকট এবং মানুষের উৎপাতের কারণে এরা বাস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, “স্থান পরিবর্তনের সময় অনেক হনুমান পথ হারিয়ে ফেলে, কেউ আবার মারাও যায়। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, এই নিরীহ প্রাণীগুলোকে যেন কেউ বিরক্ত বা আঘাত না করে। বরং সম্ভব হলে প্রয়োজনীয় খাবার ও পানি দিয়ে তাদের বেঁচে থাকতে সহায়তা করুন।”